লাঠিয়ালদের লাঠির খটাখট শব্দে মুখরিত হয়ে জমে উঠেছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা। চারদিকে উৎসুক জনতা ভিড় করে উপভোগ করে খেলাটি। পহেলা বৈশাখ উপলক্ষ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন উদ্যমে ফিরিয়ে আনতে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নিশ্চিন্ত পুর খেলার মাঠে মঙ্গলবার বিকালে হাজারো দর্শনার্থীর সমাগমে আনন্দ মুখর পরিবেশে এ বৈশাখী আনন্দ ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সদস্য মোঃ কুতুব উদ্দিন, সদস্য এডভোকেট তারিকুল ইসলাম কবির, সদস্য মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন।
প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা ও পালটা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন কে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে এসেছেন।