মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গনে বিচারিক সেবা নিতে আদালতে আসা জনগনকে একটু স্বস্থি দিতে সরকারি অর্থে আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মান করা হচ্ছে।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এ সময় মাগুরার জেলা ও দায়রা জজ অমিত কুমার দে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জজ হাসান জাহিদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, জেলার আইনজীবী সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, আদালত প্রাঙ্গনে আসা বিচার প্রার্থীদের দুর্দশা বিবেচনায় নিয়ে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার মাধ্যমে প্রতিটি জেলায় ৫০ লাখ টাকা ব্যয়ে জেলা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মান করা হবে। তিনি আরো বলেন, এ ন্যায়কুঞ্জে মহিলা ও পুরুষদের পৃথক বাথরুমসহ বিশ্রামের ব্যবস্থা থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা জজ আদালত প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন এবং স্থানীয় আইনজীবীদের সাথে পরচিত হন। তিনি সকালে মাগুরা সার্কিট হাউজে আগমন করলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হয়। এ সময় মাগুরা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।