সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় সাকিব আল হাসানের ঈদ উদ্‌যাপন | চ্যানেল খুলনা

মাগুরায় সাকিব আল হাসানের ঈদ উদ্‌যাপন

দীর্ঘ ৬ বছর পর মাগুরায় ঈদ উদ্‌যাপন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঈদের দিন সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদগাহ মাঠে বাবা মাশরুর রেজার কুটিলের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সাকিব। সেখানে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে বাসায় যান তিনি।

রবিবার সকালে সাকিবের বন্ধুরা জানান, ঈদের নামাজ শেষে দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে শহরের দুয়ার পাড় এলাকায় সাকিব তাঁর বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দেন। এ সময় পাশেই একটি খোলা জায়গায় স্থানীয় তরুণেরা ক্রিকেট খেলছিলেন। সাকিবকে সেখানে দেখার পর স্থানীয় তরুণেরা তাঁকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

সাকিবের ব্যাট করার একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাকিব পাঞ্জাবি–পায়জামা পরেই ব্যাট করতে নেমে যান। এ সময় স্ট্যাম্পের পেছনে থাকা উইকেটকিপার এক তরুণ সাকিবকে ওই মাঠে খেলার নিয়মকানুন বুঝিয়ে দেন। সাকিবকে ব্যাট করতে দেখে অনেকেই এ মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখেন।

সাকিবের বন্ধুরা আরো বলেন, ওই মাঠে খেলার পর সাকিব তাঁর বন্ধুদের নিয়ে মামার বাড়ি মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে যান। এ ছাড়া দুপুরে সাকিবের বাড়িতে পরিবারসহ তাঁর বন্ধুদের দাওয়াত ছিল। মধ্যাহ্নভোজ সেরে বন্ধুদের সঙ্গে সাকিব ঝিনাইদহে যান

দীর্ঘদিন ৬ বছর পর এবার মাগুরায় ঈদ করছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৭ সালে নিজ শহরে ঈদ করেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে তিনি মাগুরায় আসেন। ঈদ শেষে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে যাবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।আইপিএলে না যাওয়ায় ও ছুটি থাকায় এবার মা–বাবার সঙ্গে ঈদ করছেন সাকিব আল হাসান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা প্রদান

একরাতে মাগুরায় ভূমি অফিস এবং জেলা সাব রেজিস্ট্রি অফিসে অগুন: ব্যাপক ক্ষতি

মাগুরায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২

ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে সব দল একসাথে আছে, ফেব্রুয়ারীর প্রথমার্ধে নির্বাচন হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।