সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
মাগুরায় সাকিব আল হাসানের ঈদ উদ্‌যাপন | চ্যানেল খুলনা

মাগুরায় সাকিব আল হাসানের ঈদ উদ্‌যাপন

দীর্ঘ ৬ বছর পর মাগুরায় ঈদ উদ্‌যাপন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঈদের দিন সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদগাহ মাঠে বাবা মাশরুর রেজার কুটিলের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সাকিব। সেখানে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে বাসায় যান তিনি।

রবিবার সকালে সাকিবের বন্ধুরা জানান, ঈদের নামাজ শেষে দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে শহরের দুয়ার পাড় এলাকায় সাকিব তাঁর বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দেন। এ সময় পাশেই একটি খোলা জায়গায় স্থানীয় তরুণেরা ক্রিকেট খেলছিলেন। সাকিবকে সেখানে দেখার পর স্থানীয় তরুণেরা তাঁকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

সাকিবের ব্যাট করার একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাকিব পাঞ্জাবি–পায়জামা পরেই ব্যাট করতে নেমে যান। এ সময় স্ট্যাম্পের পেছনে থাকা উইকেটকিপার এক তরুণ সাকিবকে ওই মাঠে খেলার নিয়মকানুন বুঝিয়ে দেন। সাকিবকে ব্যাট করতে দেখে অনেকেই এ মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখেন।

সাকিবের বন্ধুরা আরো বলেন, ওই মাঠে খেলার পর সাকিব তাঁর বন্ধুদের নিয়ে মামার বাড়ি মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে যান। এ ছাড়া দুপুরে সাকিবের বাড়িতে পরিবারসহ তাঁর বন্ধুদের দাওয়াত ছিল। মধ্যাহ্নভোজ সেরে বন্ধুদের সঙ্গে সাকিব ঝিনাইদহে যান

দীর্ঘদিন ৬ বছর পর এবার মাগুরায় ঈদ করছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৭ সালে নিজ শহরে ঈদ করেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে তিনি মাগুরায় আসেন। ঈদ শেষে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে যাবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।আইপিএলে না যাওয়ায় ও ছুটি থাকায় এবার মা–বাবার সঙ্গে ঈদ করছেন সাকিব আল হাসান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের নামে মাগুরায় মামলা

মাগুরার শালিখা উপজেলা বিএনপির তিন নেতা গ্রেফতার, আদালতে জামিন মঞ্জুর !!

মাগুরায় বজ্রপাতে নিহত ৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মাগুরায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় সাকিব আল হাসানের ঈদ উদ্‌যাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।