মাগুরা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মাগুরার পারনান্দুয়ালীতে অবস্থিত সেবামূলক সংস্থা পাঞ্জেরীর সদস্যদের উদ্দ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে এবং এলাকা ও এলাকার বাইরের কিছু মানুষের আর্থিক সহযোগিতায় প্রায় ৪.৫০ মেট্রিক টন খাদ্য সামগ্রী মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২০) রাতে মাগুরা পৌরসভার ৫ ও ৬ নং ওর্য়াডের বরুনাতৈল ও পারনান্দুয়ালী এলাকায় ৩৫০ টি অসহায় দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল লবন, পিয়াজ ও সাবানসহ , লাউ, কুমড়া, উশি, চিচিঙ্গ্,া করলা, ধুন্দল, ও পুইশাকের বীজ সহ এ ত্রান সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়।
উক্ত ত্রান বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাঞ্জেরীর সাধারন সম্পাদক মো: ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান, সহ-সভাপতি মো: আমির হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশহাবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবির হোসেন বাপ্পি, সহ সাধারন সম্পাদক হানিফ হোসেন, এছাড়া আশিক, অভি, ফয়সাল, অনিক, সজিব, নুর হোসেন, নুর মোহাম্মদ, রিয়াদ, অন্তু, সাইদ, আব্দুল্লাহ সহ আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।
বর্হিবিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রানঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। তাই মাগুরার সেবামূলক সংস্থা পাঞ্জেরীর সদস্যদের উদ্দ্যোগে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়েছে যা অব্যাহত থাকবে।