সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মাগুরার বরুনাতৈল এলাকায় ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পারাপার | চ্যানেল খুলনা

মাগুরার বরুনাতৈল এলাকায় ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পারাপার

মাগুরা জেলা শহরে থেকে মহম্মদপুর উপজেলায় প্রবেশের একটি মাত্র ব্যস্ততম সেতু মাগুরা পৌরসভার বরুনাতৈল এলাকায় অবস্থিত।

মাগুরা জেলা সদর থেকে বরুনাতৈল, বারাশিয়া, বড়ই, আলোকদিয়া, পাতুরিয়া, বাগবাড়িয়াসহ ২৫ গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ও গুরুত্বপূর্ণ সেতু এটি । বরুনাতৈল গ্রামে খালের উপর নির্মিত সেতুটি প্রায় দুই বছর ধরে রেলিং ভেংঙ্গে অনিরাপদ হয়ে পড়েছে। রেলিং ভেঙ্গে খালের মধ্যে যানবাহন পড়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েক বার। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় সেতুটিতে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

স্থানীয় ইজিবাইক চালক আনারুল ইসলাম চ্যানেল খুলনাকে জানান, এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়ে স্কুলে যাবার সময় যখন ব্রীজ পার হয় তখন শুধু আল্লাহ আল্লাহ করি না জানি কখন ব্রীজটি ভেঙে নিচে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা পথচারী হাফিজ শিকদার জানান, অনেক ঝুঁকি নিয়ে ব্রীজটি পার হতে হয়। একপাশ থেকে গাড়ি আসলে অন্য পাশে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। প্রায় এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা কবে রেহাই পাব এর থেকে।

বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ভাঙ্গা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে এই সড়ক ব্যবহারকারীরা। সবচেয়ে অসুবিধায় পড়েছে স্কুলগামী শিশুরা। তার পরও জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে দুপারের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসী ও পথচারীদের।

গত দুই বছর ধরে ব্রিজটির রেলিং ভেংঙ্গে থাকলেও এখনও কেউ মেরামত করেনি। যার কারনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শহর থেকে দুই কিলোমিটার দুরত্বে এই ব্রিজটির বেহাল দশার কারনে ও সরু হওয়ায় ভাংঙ্গা অংশে ক্রসিংয়ের সময় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী,মোঃ আশিকুল ইসলাম, জানান, মহম্মদপুর সংযোগ সড়কের ব্রিজটি দ্রুতই কাজ শুরু হবে। ব্রিজটি নির্মানের সকল পরিকল্পনা চলমান রয়েছে। চলতি অর্থ বছরে মধ্যে কাজ শুরু করা হবে।

বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটি সংস্কার করার পাশাপাশি নতুন করে এই ব্রিজটি বড় করে তৈরীর জন্য জোর দাবি এলাকাবাসিদের।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পলিথিন মুক্ত করতে মাগুরায় বিনা মূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ

মধ্যরাতে মাগুরায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে : শফিকুর রহমান

স্বৈরাচার পতন হলেও চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যায় নাই : মুফতি ফয়জুল করীম

শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ : নিতাই রায় চৌধুরী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।