মাগুরার মহম্মদপুরের উরুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এসময় বাড়িঘরে হামলা ও ভাংচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের টিয়ারসেল নিক্ষেপে ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে। গুরুতর আহত ইউছুব, শাহাদাত, জাবিউল্লাহ ও কালাচান কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ নাসির উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শনিবার সকালে উরুরা গ্রামের বর্তমান মেম্বর মনির বিশ্বাস এবং সাবেক মেম্বর লিয়াকত মোল্ল্যার সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুর শুরু হয়। সংঘর্ষ ঠেকাতে এবং জান মাল রক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ট টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান মেম্বর মনির বিশ্বাস ও সাবেক মেম্বর লিয়াকত মোল্ল্যা দুজনই স্থানীয় আওয়ামীলীগের এবং সামাজিক দলের নেতৃর্ত্ব দেন, ফলে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে বসছে।