মাগুরা জেলার শালিখা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিসুর রহমান মিল্টনসহ তিনজনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার সন্ধ্যায় শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে বিএনপির গোপন মিটিং চলছিল। গোপন সূত্রে গোলমালের আশংকার খবরে উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সি, যুগ্ম আহবায়ক আবু তালেব ও উপজেলা ছাত্রদলের সভাপতি নয়ন মুন্সি কে আটক করা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার ১৮ মে তাদের কে ৫৪ ধারায় মাগুরা জেলা জজ আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
এ বিষয়ে এডভোকেট কুমুদ রঞ্জন এবং এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, আটককৃত বিএনপির তিন নেতার জামিনের জন্য আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।