মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মাঠ থেকে আপন দুই ভাই সবুজ ও হৃদয় এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা পানিঘাটা গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে।
মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ মসিউদ্দৌলা রেজা ঘটনাস্থল পরিদর্শন কালে ফোনে জানান, শনিবার দিবাগত রাতে কে বা কাহারা পানিঘাটা গ্রামের সবুজ ও হৃদয় নামে দুই ভাইকে কে হত্যা করে বাড়ির ওদূরে মাঠে ফেলে রেখেছে। সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দিলে তাদের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার কারণেই তাদেরকে খুন করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিহত সবুজ একজন মুদি দোকানদার এবং তার ছোট ভাই হৃদয় দশম শ্রেণীর ছাত্র ছিলেন।