মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ায় নিজ বাড়ি থেকে ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ অহিদুজ্জামান অনুর দ্বিতীয় স্ত্রী।
নিহতের স্বামী অনু জানায়, আমার প্রথম পক্ষের ছেলে ফয়সালের সঙ্গে প্রায় ঝগড়া বিবাদ হতো তার সৎ মা ফাতেমার। তিনি এ ঘটনায় তার প্রথম পক্ষের ছেলে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন। এ ঘটনার পর থেকে নিখোজ রয়েছে সেই ছেলে। নিহতের স্বামী আরো জানায়, আমি কোর্টে ভেন্ডারের কাজ করি, প্রতিদিনের মতো সকাল ৯টায় কোর্টে যাই। এবং বিকাল ৫টায় হঠাৎ আমার ছোট ভাই আমাকে ফোন করে বাড়ি আসতে বলে। আমি বাড়ি গিয়ে দেখি বাড়ির চারপাশে লোকজন ভিড় করে আছে। একটু এগিয়ে ভিতরে গিয়ে দেখি আমার দ্বিতীয় স্ত্রী অনুর গলা কাটা মরদেহ শোবার খাটের উপর পড়ে আছে।
মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার(১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এঘটনায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা গন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।