সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় লাঠির আঘাতে নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় লাঠির আঘাতে নারীর মৃত্যু

মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে রাজ হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরের লাঠির আঘাতে নুর জাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যুর হয়েছে।

নিহতের ছেলে নুর আলী জানান, সদর উপজেলার কাশিনাথপুর উত্তর পাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলায় পার্শ্ববর্তী লুৎফরের রাজ হাঁস চুরি করে অনুষ্ঠান করা হয়েছিল। সন্ধ্যায় লুৎফরের স্ত্রী নুর জাহান তার হাঁস না পেয়ে প্রতিবেশী মতি মিয়ার বাড়িতে খুঁজতে গেলে সেখানে বস্তায় লুকানো অব¯’ায় রক্তমাখা হাঁসের পালক দেখতে পান। তাদের হাঁস কি না জানতে চাইলে মতি মোল্যার স্ত্রী হাসিনা বেগম (৪৩) তার মেয়ে বণ্যা খাতুন (২২) সহ একই পরিবারের মফিজ মোল্যা, মতি মোল্যা, মোহন বিশ্বাসসহ আরো অনেকে সংঘবদ্ধ হয়ে নুর জাহানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আহত অব¯’ায় নুর জাহানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, কাশিনাথপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী নুরজাহানকে আহত অব¯’ায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

উল্লেখ্য, অভিযুক্ত মতি মোল্যা, হাসিনা বেগম, বন্যা খাতুন, মোহন মোল্যা ও মফিজ মোল্যার নামে চুরি, মারামারি, মাদক, নারী নির্যাতন ও গাড়ি ভাংচুরের মতো একাধিক মামলা আছে বলে ঐ গ্রামের মাত্তব্বর জোহা মোল্যা সংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানায়, মার্ডার মামলার প্রধান আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে তারা চরম নিরাপত্তাহীনতা ভুগছে। অন্যদিকে পুলিশ বলছে আসামী গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

জীবন-জীবিকা নিয়ে বিপাকে ইপিআই পোটার কর্মীরা !

মাগুরায় ৪টি চোরাই মোটরসাইকেল ও ১টি ইজিবাইকসহ ৮ চোর গ্রেপ্তার

মাগুরা পিয়ারলেস হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির অভিযোগ

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে সহায়তা প্রদান

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

মাগুরা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৭১ কোটি ৭১ লক্ষ ৯৯ হাজার ২২ টাকা বাজেট ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।