সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক! | চ্যানেল খুলনা

মাগুরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক!

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের বিলশুনাই চর পাড়া এলাকায় মেরিনা আক্তার (৩২) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে ।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার আমলসার ইউনিয়নের বিলশুনাই চরপাড়া মসলেম কাজীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মসলেম কাজী পলাতক রয়েছেন।

মেরিনা আক্তার রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বনক গ্রামের সৈয়দ আলী মন্ডলের মেয়ে।

প্রতিবেশিদের সাথে কথা বলে জানা যায়, ১৬/১৭ বছর আগে মসলেম কাজীর সাথে মেরিনার বিয়ে হয়। তাদের সংসারে ২ টি কণ্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো।

গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় স্ত্রী হত্যার পর বাইরে থেকে দরজা লাগিয়ে স্বামী পালিয়ে যায়। ওই নারীর গলায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মেরিনা আক্তারের বড় মেয়ে তন্নী বলেন, রাত ৩ টার দিকে আমার মায়ের চিৎকারের আওয়াজ শুনি। আমি ভেবেছি মা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে চিৎকার দিয়েছে। মাঝে মধ্যে এরকম করে। সকালে মাকে ডাকি মা উত্তর দেয় না। পাশের রুমে এসে দেখি মা মারা গেছে। বাবা বাড়িতে নেই।

মেরিনা আক্তারের ভাই আনছার আলী মন্ডল বলেন, মসলেম কাজী আমার বোনকে হত্যা করেছে। তা না হলে সে পালাবে কেন। তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ, কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মোসলেম কাজী পলাতক রয়েছেন। অভিযুক্ত ব্যাক্তিকে আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

ছাত্র জনতার আন্দোলনে শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষবরণ

মদের দোকান অপসারণের দাবিতে মানববন্ধন

মাগুরায় গ্রাম আদালতের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।