আধুনিক ডিজিটাল ম্যাশিনের মাধ্যমে কম খরচে স্বর্নের সঠিক মান নির্নয়ে মাগুরায় জুয়েলারী সমিতির ব্যবস্থাপনায় মাগুরা গোল্ড এ্যাসোসিয়েশন হল মার্ক সেন্টার নামে নতুন প্রতিষ্টান যাত্রা শুরু করেছে। সোমবার বিকালে আনুষ্ঠানিক ভাবে মাগুরায় পুরাতন বাজার স্বর্ন পট্রির জুয়েলারী সমিতির অফিসে প্রধান অতিথি হিসাবে হল মার্ক সেন্টারের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম।
অনুষ্ঠানে হল মার্ক সেন্টারের পরিচালক বিমল কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হল মার্ক সেন্টার পরিচালক বিমল কৃষ্ণ দত্ত, আব্দুর রাজ্জাক, মোঃ ওহিদুল ইসলাম, মোঃ আরব আলী, সমরেন বৈদ্য, রুহুল আমিন, ইদ্রিস আলী শেখ, বিকাশ সাহা, সুকুমার বিশ্বাস, সুবোধ সরকার, তাপস দত্ত বিল্টু, সাধন কর্মকার, এমদাদ খাঁন, তপন বিশ্বাস, অরবিন্দু রায়, ফারুক শিকদার, তোজাম শিকদার, সুশান্ত দত্ত, গোলক দত্ত, গোবিন্দ সরকার, তাপস সাহা, গোপাল বিশ্বাস, দেবাশীষ শিকদার, পার্থ বৈদ্য, দিপংকর দত্ত, বিশ্বজিৎ সাহা, অভিজিৎ সাহা ও আজিজুর রহমান।
বক্তারা বলেন, এখন থেকে মাগুরার সকল স্বর্ন ক্রেতা এবং বিক্রেতারা আধুনিক ডিজিটাল এ মেশিনের মাধ্যমে কম খরচে স্বর্নের সঠিক ওজন ও ক্যারেট নির্নয় করতে পারবেন।
উদ্ভোধনী অনুষ্টানে মাগুরা শহরের সকল স্বর্ন ব্যাবসায়ী এবং শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুরের শতাধিক স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।