মাগুরা প্রতিনিধিঃ একযোগে সারাদেশব্যপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় পর্যায়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাবি ও দলিল হস্থান্তর করেন।
এ সময় মাগুরার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একযোগে সারা দেশে ৬৬০০০ হাজার ভূমিহীনকে ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় চাবি দলিল হস্থান্তর করা হয়।
এর আওতায় মাগুরাতে ১১৫ টি ভুমিহীন পরিবারের মাঝে জমির দলিল এবং গৃহের চাবি হস্তান্তর করা হয়।
এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৫ টি, মহম্মদপুর উপজেলায় ৩০ টি, শ্রীপুর উপজেলায় ২০ টি এবং শালিখা উপজেলায় ৫০ টি। সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে।
এতে করে নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মাগুরার জেলা প্রশাসক জানান, দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।