মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় অবস্থিত রেলস্টেশন ভবন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন (এমপি)।
রবিবার দুপুরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ জেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন সারাদেশে রেল পথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নীত হবে । ২০২৩ সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে বাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন খুব সহজেই মাগুরা থেকে রেলপথে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া যাবে এতে করে মাগুরার মানুষের ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে।