সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মাছ ধান সবজিতে স্বাবলম্বী ডুমুরিয়ার মানুষ | চ্যানেল খুলনা

মাছ ধান সবজিতে স্বাবলম্বী ডুমুরিয়ার মানুষ

শেখ মাহতাব হোসেন :: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মানুষ এক সময় চরমপন্থি ও সন্ত্রাসীদের ভয়ে তটস্থ থাকলেও এখন তারা ব্যস্ত মাছ চাষ ও ফসল উৎপাদন নিয়ে। নিজেদের চাহিদা মিটিয়ে এ উপজেলার উৎপাদিত মাছ, শাক-সবজি ও ধানসহ কৃষিপণ্য জেলা সদর খুলনা ও রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হচ্ছে। চিংড়ি ও কাঁকড়া চাষে এ উপজেলার সুনাম ছড়িয়ে পড়েছে। ডুমুরিয়া উপজেলার শত শত নারী- পুরুষ বিভিন্ন প্রজাতির সাদা মাছ, গলদা ও বাগদা চিংড়ি চাষ এবং শাক- সবজি ও ধান উৎপাদন করে এখন স্বাবলম্বী।
খুলনা জেলা শহরের গা ঘেঁষে দক্ষিণ-পশ্চিম কোণে ডুমুরিয়া উপজেলার অবস্থান দেশের অন্যতম বৃহৎ এ উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গ কিলোমিটার।
ইউনিয়নের সংখ্যা ১৪। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা ৩ লাখ ৫ হাজার ৬৭৫জন। আজ থেকে মাত্র এক যুগ আগেও এ উপজেলা ছিল চরমপন্থি- সন্ত্রাসীদের অভয়ারণ্য। চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির মৃণাল বাহিনীর নিয়ন্ত্রণে ছিল এ উপজেলার অধিকাংশ মৎস্য ও চিংড়ি ঘের। সাধারণ মানুষ তাদের ঘের ও জমিতে মাছ চাষ ও কৃষিকাজ করতে পারত না। কিন্তু ২০০৪ পালে মৃণাল বাহিনী প্রধান মুগাল ভারতে নিহত এবং তার বাহিনীর অধিকাংশ পাড়ার গ্রেফতার ও নিহত হওয়ায় এ উপজেলার চিত্র মাছ ধান সবজিতে‌ সম্পূর্ণ পাল্টে যায়। এরপর থেকে এ উপজেলার সাধারণ মানুষ নিজেদের ঘের ও জমিতে মাছ ও ফসল ফলাতে পারছে।
মৎস্য সম্পদের অপার সম্ভাবনাময় ডুমুরিয়া উপজেলা। এ উপজেলায় ছোট- বড় বিভিন্ন জলাধার মিলিয়ে প্রায় ১১ হাজার ১৫৪ হেক্টর জমিতে গলদা চিংড়ি এবং ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ হচ্ছে। গলদা চিংড়ির ঘেরগুলোতে গলদার পাশাপাশি রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন সাদা মাছ ও ঘেরের পাড়ে সবজি এবং ধান উৎপাদন হচ্ছে। লবণাক্ত অঞ্চলের বাগদা চিংড়ির ঘেরগুলোতে টেংরা, ভেটকি, তেলাপিয়া, কাঁকড়া এবং ঘেরের পাড়ে সবজি, ধান ইত্যাদি ফসলও উৎপাদিত হচ্ছে। মাছ, চিংড়ি, ধান ও শাক-সবজি চাষ করে এ উপজেলার শত শত নারী- পুরুষ স্বাবলম্বী হয়েছে।
ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের নারী চিংড়ি চাষি রীতা চৌধুরী বলেন, আমি আমার অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে খুব অভাবের মধ্যে ছিলাম। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিকের পরামর্শে ২৫ জনের একটি দল গঠন
করি। স্যার আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন, চিংড়ি চাষ শিখিয়েছেন। বর্তমানে চিংড়ি চাষ করে ভালো আছি। গত বছর আমি ৭০ শতাংশ জায়গায় চিংড়ি চাষ করে প্রায় ১লক্ষ‌ ৭০ হাজার টাকা লাভ করেছি। একই ধরনের কথা বলেন, ঘোনা মাদারডাঙ্গা গ্রামের
পুরস্কারপ্রাপ্ত নারী চিংড়ি চাষি সুনীতি মল্লিক।
তিনি জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে ২৫ জন নারীকে একত্রিত করে একটি ভাণ্ডারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, মৎস্য বিভাগের কর্মকাণ্ডে আমার ইউনিয়নের চাষিরা অত্যন্ত খুশি এবং আনন্দিত।
সাবেক ‌মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নারয়ণ চন্দ্ৰ চন্দ  আমাদের ডুমুরিয়া প্রতিনিধি শেখ মাহতাব হোসেন কে বলেন, মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধির জন্য এখাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ডুমুরিয়া উপজেলায় মাছ, চিংড়ি, কাঁকড়া ও কুঁচিয়া চাষকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। উন্মুক্ত জলাশয়গুলোতেও প্রতি বছর দেশি প্রজাতির মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হচ্ছে, যা আহরণ করে দরিদ্র মানুষ তাদের পুষ্টি মিটান এবং বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে যে চতুর্থ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে তার মধ্যে ডুমুরিয়া উপজেলার উৎপাদনের ভূমিকা‌ রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতির ইন্তেকালে খুলনা বিএনপির শোক

পুলিশ হবে নিরপেক্ষ, সে কোন রাজনৈতিক দলের হবে না

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেপ্তার ৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।