চ্যানেল খুলনা ডেস্কঃচুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। (২ নভেম্বর) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রাম থেকে এ মর্টার শেলটি উদ্ধার করা হয়। স্থানীয় এক ব্যক্তি বাড়ি করার সময় মাটি খোঁড়ার পর মর্টার শেলটি পাওয়া যায়।
পুলিশ জানায়, উপজেলার ধোপাখালী গ্রামের নুরুউদ্দিনের (৪৮) বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত মর্টার শেলটি দেখতে পান মিস্ত্রিরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি পুলিশ পাহারায় রাখে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, মর্টার শেলটি দেখে মনে হচ্ছে এটি অনেক পুরাতন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় মর্টার শেলটি নিষ্ক্রিয় হয়নি।এ দিকে, সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসার পর উদ্ধারকৃত মর্টার শেলটি সক্রিয় কি-না তা যাচাই করে বোঝা যাবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মর্টার শেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। তবে মর্টার শেলটি শক্তিশালী কতটুকু বা এটি কী এখনো সক্রিয় কি না এ সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি।