সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মাঠ থেকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরলেন তারকা, অভিনব শাস্তি | চ্যানেল খুলনা

মাঠ থেকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরলেন তারকা, অভিনব শাস্তি

প্রিমিয়ার লিগের ম্যাচে কোচকে মেজাজ দেখিয়ে বিপাকে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আলেহান্দ্রো গার্নাচো। গত বুধবার ইপ্সউইচ টাউনের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে প্যাট্রিক ডোরগু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যানইউ কোচ দলে কিছু পরিবর্তন আনেন।

২০ বছর বয়সি আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচোকে মাঠ থেকে তুলে নেওয়া হলে, তিনি সাইডবেঞ্চে বসে না থেকে টানেলের দিকে চলে যান। তখন তার জায়গায় নুসাইর মাজরাউইকে মাঠে নামান কোচ।

কোচের সঙ্গে এমন বেয়াদবির কারণে গার্নাচোকে শাস্তি হিসেবে পুরো দলকে ডিনার করাতে হবে।

এব্যাপারে কোচ রুবেন আমোরিম মনে করেন, গার্নাচো দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ভালো পারফর্মার। তবে ম্যানইউর মত বড় ক্লাবে খেলতে হলে সবার আচরণগত ভারসাম্য বজায় রাখা উচিত।

ম্যান ইউ আগামীকাল রোববার ফুলহামের বিরুদ্ধে এফএ কাপের ম্যাচ খেলবে, এই ম্যাচ তাদের কাছে চলতি মৌসুমের ট্রফির দৌড়ে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই ম্যাচে ৩-২ গোলে জয়ের পর ম্যানইউ কোচ আমোরিম বলেছেন, সেই ম্যাচের পরেই সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।

শুক্রবার সাংবাদিকদের আমোরিম বলেন, ‘ও আমার কাছে এসেছিল। আমিও খোঁজখবর নিয়ে জানতে পারি যে ও ড্রেসিংরুমে গিয়ে কাপড় বদলেছিল, কারণ ওর পোশাক ভিজে গিয়েছিল। এরপর ও বেঞ্চে না বসে অন্য একটি জায়গায় বসে খেলা দেখেছে। তবে ম্যাচ শেষে ও মাঠে ফিরে আসে এবং পরে বাড়ি চলে যায়। তাই এটা নিয়ে বড় কোনও সমস্যা নেই।’

কোচ গার্নাচোকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মত বড় ক্লাবে সব কিছু গুরুত্বপূর্ণ এবং সবার সামনে দলের ভাবমূর্তি রক্ষা করাটা অত্যন্ত জরুরি। আমি ওকে বলেছি, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিটি ব্যাপারই গুরুত্বপূর্ণ এবং বড় ক্লাবে কোনও ঘটনার প্রচার হয় অনেক বেশি। তাই ও পুরো দলকে ডিনার করাবে, আর এটাই ওর শাস্তি।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কোচকে ‘কুংফু কিক’ মারলেন রেফারি

রিয়ালের ৪ খেলোয়াড় নিয়ে উয়েফার তদন্ত শুরু

বাফুফে স্টাফদের বোনাস হয়ে গেলেও বেতন পাননি নারী ফুটবলাররা

নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ কারা জানল বাংলাদেশ

‘মেসি থাকলে ব্রাজিলের বিপক্ষে সেভেনআপ হয়ে যেত’

দুই পা ছুরির মতো চালিয়ে মন কেড়েছেন হামজা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।