সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মানবতার স্বার্থে এগিয়ে আসলো খুলনার ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল | চ্যানেল খুলনা

মানবতার স্বার্থে এগিয়ে আসলো খুলনার ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল

অসমর্থ রোগীদের ফ্রী চিকিৎসা সহ ফ্রি অপারেশনের দায়িত্ব নেবেন তারা
খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহভাজন দের চিকিৎসা দেবে

সাম্প্রতিক সারা পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে সবাই যখন আতংকিত, সরকারি হাসপাতালের ডাক্তার গণ তাদের নিজেদের নিরাপত্তার সরঞ্জামের অভাবে চিকিৎসা সেবা দিতে পারছিলেন না। সাধারণ অন্যান্য রোগীরাও তাদের চিকিৎসা সেবা নিতে পারছিলেন না। সে সময়ে মানবতার কল্যাণে এগিয়ে আসলেন প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট চিকিৎসক খুলনা গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কর্ণধার ডাঃ গাজী মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ গতকাল খুলনার মেয়র মহোদয়ের সাথে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। সকল সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন ভাবে তারা দিয়ে যাবেন। মূলতঃ সরকারি হাসপাতালের ভুমিকাতেই তারা অবতীর্ণ হবেন। তারা আরও ঘোষণা দিয়েছেন, যারা গরীব এবং অসমর্থ রোগী, তাদের শুধু চিকিৎসা সেবা নয়, টেষ্ট এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারা অপারেশন ও ফ্রি করার কথা বলেছেন। সত্যিই এই দুর্যোগময় মূহুর্তে তাদের এই এগিয়ে আসার মানষিকতা কে ধন্যবাদ ও স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এ রিপোর্ট লেখার সময়ে জনাব ডাঃ গাজী মিজানুর রহমান আমাকে ফোনে নিশ্চিত করেছেন, ইতিমধ্যেই তাদের হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে এবং তাদের যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু তাই নয় তিনি আরও জানালেন, খুলনাতে তার কাছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছেই পিসিআর মেশিন আছে, যেটা দিয়ে স্বল্প মাত্রার সংক্রমিত রোগ নির্ণয় করা সম্ভব। একটি সমস্যার কথা তিনি জানালেন, চিকিৎসকদের এবং চিকিৎসা সেবার কাজে নিয়োজিত অন্যান্যদের জন্য তিনি পিপিই বা ব্যাক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ঢাকা থেকে জোগাড় করেছেন, কিন্তু সকল ধরনের যানবাহন, কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় তিনি কোনও ভাবেই সেটা খুলনাতে আনতে পারছেন না। তাই আহবান জানিয়েছেন, যে কোন সংস্থা অথবা ব্যাক্তিগত উদ্যোগে এধরণের অতি জরুরি সামগ্রী পৌঁছে দেবার জন্য কেউ দায়িত্ব নিতে পারেন কি না?
এদিকে শুধুমাত্র যারা মনে করছেন, যাদের মধ্যে করোনার উপসর্গ গুলি আছে, তাহলে তারা খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগাযোগ করবেন। অন্যান্য সাধারণ সর্দি, কাশি অথবা অন্যান্য রোগের চিকিৎসা নিতে খুলনা সদর হাসপাতাল, গাজী মেডিকেল, সিটি মেডিকেল, আদ-দ্বীন হাসপাতাল সহ অন্যান্য প্রাইভেট ক্লিনিক গুলিতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লেখকঃ শাহ মামুনুর রহমান তুহিন, আহবায়ক, গ্লোবাল খুলনা।         

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেফতার

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।