সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মানসম্মত চিংড়ি উৎপাদন ও রপ্তানী দুটোই বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

মানসম্মত চিংড়ি উৎপাদন ও রপ্তানী দুটোই বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মানসম্মত চিংড়ি উৎপাদন ও রপ্তানী দুটোই বাড়াতে হবে। এই সেক্টরে সরকার বিভিন্ন প্রনোদনা দিয়ে যাচ্ছে। দেশে ইলিশের উৎপাদনে বিপ্লব ঘটেছে।তিনি আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিএফএফইএ) খুলনার সম্মেলনকক্ষে চিংড়ি উৎপাদন ও মানসম্পন্ন চিংড়ি রপ্তানী বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, চিংড়ি উৎপাদনে আধুনিক পদ্ধতির ওপর জোর দিতে হবে। আমাদের একটাই লক্ষ্য সকল মাছের উৎপাদন আরো বৃদ্ধি করা। এই সেক্টরের সাথে জড়িত সকল সংশ্লিষ্টদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় সম্পদ হলো মাছ। তিনি বলেন, প্রথমে মানসম্পত পোনা উৎপাদন নিশ্চিত করতে হবে। উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সকল খাদ্য নিরাপদ রাখতে হবে। দেশ সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করছে। যারা মাছ চাষ করে তাদের সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ ইয়াহিয়া মাহমুদ এবং খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেনের প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন। ধন্যবাদ জানান বিএফএফইএ’র ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকী। এসময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিএফএফইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরিচালকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, উপব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।দুপুরে তিনি খুলনার ডুমুরিয়া বড়ডাঙ্গা চিংড়ি ক্লাস্টার ফার্মিং পরিদর্শন করেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বাগমারা প্রাইমাস সী ফুডস লিমিটেডের হিমায়িত চিড়িং প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।