সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মার্ভেলের যেসব সিনেমা মুক্তি পাবে এ বছর | চ্যানেল খুলনা

মার্ভেলের যেসব সিনেমা মুক্তি পাবে এ বছর

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অবশেষে আলোর মুখ দেখল। ২০২০ সালে করোনা মহামারির কারণে সবার মতো তারাও বিরত ছিলেন নতুন সিনেমার মুক্তির। চলতি বছর থেকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরছে সবাই। মার্ভেলও প্রস্তুত তাদের সিনেমাগুলো মুক্তি দিতে। ২০২১ সালে তাদের যেই সিনেমাগুলো মুক্তি পাবে, সেগুলো নিয়ে সাজানো হয়েছে এই লেখা।

দীর্ঘদিন ধরে মার্ভেল ভক্তরা অপেক্ষায় আছেন ‘ব্ল্যাক উইডো’ মুক্তির। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই। ৭ মে মুক্তি পাবে সিনেমাটি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর একজন কৃষ্ণাঙ্গ বিধবার কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমা। এটি পরিচালনা করেছেন কেট শর্টল্যান্ড। চিত্রনাট্য লিখেছেন স্ট্যান লি, জ্যাক স্ক্যাইফার, নেড বেনসন, এরিক পিয়ারসন, ডন হেক ও ডন রিকো। অভিনয়ে ছিলেন স্কার্লেট জোহানসন, ফ্লোরেন্স পাফ, রবার্ট ডাউনি জুনিয়রসহ অনেকে।

শ্যান চি নামক চরিত্রকে ঘিরে নির্মিত হয়েছে শ্যা চি অ্যান্ড লিজেন্ড অব দ্য টেন রিংস। শ্যাং চিয়ের চরিত্রে অভিনয় করেন শিমু লিউ। এটি পরিচালনা করেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। অভিনয়ে অন্যরা হলেন আওকোয়াফিনা, ফ্লোরিয়ান মুনটিয়ানু, টনি লিউং চিউ-ওয়াই, মাইকেল ইয়েওহ।

জ্যাক কির্বির গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য ইটার্নালস’। এটি পরিচালনা করেছেন চোলে ঝাও। মুক্তি পাবে ৫ নভেম্বর। নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি ডলার। সঙ্গীত পরিচালনা করেন র‌্যামিন জাওয়াদি। অভিনয়ে ছিলেন কিট হ্যারিংটন, রিচার্ড ম্যাডেন, অ্যাঞ্জেলিনা জুলি, কুমাইল ন্যাঞ্জিয়ানি, ম্যা ডং-সেওকসহ অনেকে।

মার্ভেল কমিকসের ওপর ভিত্তি করে স্পাইডার ম্যান চরিত্রের সৃষ্টি করা হয়েছে। স্ট্যান লি ও স্টিভ ডিটকোর গল্প অবলম্বনে পরিচালনা করেন জন ওয়াটস। প্রযোজনা করেন কেভিন ফিজ ও অ্যামি প্যাসকাল। চিত্রনাট্য রচনা করেন ক্রিস ম্যাককেন্না ও এরিক সোমারস। অভিনয়ে ছিলেন টম হল্যান্ড, আলফ্রেড মোলিনাসহ অনেকে। মুক্তি পাবে ১৭ ডিসেম্বর।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

কেমন যাচ্ছে ভাইজানের ঈদের সিনেমা সিকান্দার

‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু…

মঞ্চ থেকে দর্শককে লাথি মেরে নামালেন কার্তিক, কিন্তু কেন?

প্রবাসীদের উদ্দেশে যে বার্তা দিলেন শাকিব খান

ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক

সুইসাইড ডিজিজে আক্রান্ত সালমান খান, এই রোগের বৈশিষ্ট্য কী?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।