সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
মাশরাফি চাইলে বিসিবিও রাজি | চ্যানেল খুলনা

মাশরাফি চাইলে বিসিবিও রাজি

জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি মাশরাফি বিন মুর্তজা। তবে সাবেক এই অধিনায়কের খেলোয়াড় হিসেবে ফেরার পথ যে বন্ধ, সেটি ধরেই নিয়েছে ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশ দলে খেলোয়াড় মাশরাফিকে হয়তো আর পাওয়া যাবে না। অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা। যেমন কিছুদিন আগে ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

জানা গেল এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সম্মতি আছে। মাশরাফি চাইলে যেকোনোভাবে তাকে নিয়ে আসা হবে বলে জানালেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন,‘ মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচের সময় দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। বিশেষ কোনো বিষয়ে কি আলোচনা হয়েছে

পাপন জানালেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সবসময় যোগাযোগ হয়, আরও হবে।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে চিন্তায় ফেলেছে বাংলাদেশ

ম্যাচ জিততে যত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

আপনি ভালোবাসুন বা ঘৃণা করুন, পরোয়া করি না সাকিব

অধিনায়ক শান্তরই যখন বিপিএলের দল নিশ্চিত হয় না

ছাত্র আন্দোলন ও রাজনীতি নিয়ে অবস্থান পরিষ্কার করলেন সাকিব

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।