ক্রীড়া ডেস্কঃতিন দিনেই ম্যাচ জিতল মুমিনুল বাহিনী। সুযোগ ছিল ইনিংস ব্যবধানে জেতার। তৃতীয় রাউন্ডের ম্যাচে ৮৬ রানের টার্গেট দশ উইকেট হাতে রেখে টপকে যায় সাদমানরা। ২৪ ওভার এক বলে সহজ জয় তুলে নেয় বিসিবি একাদশ।
সাদমান ও জহুরুলের ওপেনিং জুটিতে তৃতীয় দিনে ম্যাচ জিতে মুমিনুল বাহিনী। জহুরুল একটি ধারগতিতে ব্যাট করেন। চারটি বাউন্ডারিতে ৩২ রান করেন তিনি। অপরদিকে আটটি চার ও এক ছক্কায় ৬০ বলে ৫২ রানে অপাজিত ছিলেন সাদমান।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন উইকেটে ১০০ রান নিয়ে খেলতে নেমে ৩৪০ রানে দ্বিতীয় ইনিংস থামে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি একাদশের। অভিনব মনোহর সর্বোচ্চ ১১৭ রান করেন। প্রবীন ও বিনয় দুজনের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ ছোঁয়া ইনিংস। প্রবীন ৫৫ ও বিনয় ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে ইবাদত তিনটি উইকেট নেন। আর দুইটি করে উইকেট শিকার করেন মুমিনুল, আরিফুল ও শহিদুল। এর আগে প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল ৭৯ রানে। জবাবে ৩৩৪ রান তোলে মুমিনুল বাহিনী।
স্কোর :কেএসসিএ সেক্রেটারি একাদশ : ৭৯ ও ৩৪০, বিসিবি একাদশ : ৩৩৪ ও ৮৬/০
ফলাফল: বাংলাদেশ দশ উইকেটে জয়ী