মুজিববর্ষের সম্ভাষণ, সবার জন্য আবাসন এই স্লোগান নিয়ে সাশ্রয়ী, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসনের সচেতনতা বৃদ্ধি ও ঋণ সেবা মাসের আয়োজন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন। সারা বাংলাদেশের ন্যায় খুলনা জোনাল অফিসে রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন।
এ সময় বিএইচবিএফসি’র খুলনা অফিসের জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম, ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুঃ আব্দুর রব, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহ, একাউন্টস মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র অফিসার তনয় কুমার দাস, পিও(আইন) জান্নাতুল ফেরদৌস, সিনিয়র অফিসার মৌসুমী মল্লিক, কাকলি রানি, নিপা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে মুজিববর্ষের ঋণ সেবা মাস কার্যক্রম।
বিএইচবিএফসি’র খুলনা জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম বলেন, শুধুমাত্র ঋণের টাকায় জিরো ইক্যুইটি আবাসন ঋণ গ্রহনের মাধ্যমে ছয়শ থেকে নয়শ বর্গফুটের একতলা বাড়ি নির্মানের সুযোগ নিতে পারবেন গ্রাহকরা। তাছাড়া সৌর বিদ্যুৎ এবং সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দেওয়া হবে এই ঋণের আওতায়। এই ঋণ সেবা মাসে একজন গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষে আমাদের এই আয়োজন। সমগ্র বাংলাদেশেই এক মাস ব্যাপি এই আয়োজন থাকবে। বর্তমানে আমরা এই ঋণ সেবা মাসের বাহিরেও একজন গ্রাহক সকল নিয়ম মেনে আবেদন করলে এবং সব ঠিকঠাক থাকলে খুব স্বল্প সময়ে তার ঋণ মঞ্জুরী পেয়ে যায়। চলতি বছরে খুলনা জোনে সর্বোচ্চ পরিমান ঋণ মঞ্জুর হয়েছে এবং বিতরণ করা হয়েছে।