সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খালিশপুর থানা ছাত্রলীগেরর সাবেক সদস্য সচিব মহিদুল ইসলাম মিলন, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা নুর হাসান জনি,রওশন আনীজি অন্তু, তরিকুল ইসলাম রনি, আরাফাত এফ রহমান, মো: রাকিবুল ইসলাম, শেখ রকি।
উপস্থিত ছিলেন মুহসিন কলেজ ছাত্রলীগ নেতা মো: হাসিব শরীফ, অনিক খান,সাজু হোসেন সাজ্জাদ, মো: সাহেদ, আরেফিন আবির, শান্ত হাওলাদার, ইশতিয়াক আহমেদ,আফরোজা রিনি, মেহেরীন জান্নাত মারিয়া, আলী আফরোজ নাইম,সাকিন,জয় মন্ডল,শেখ নাবিল,সাগর,রাহাত,তামিম, রাকিব, হিমি,সন্ধ্যা প্রমুখ ।