সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মেধার স্বীকৃতিস্বরূপ খুবির ১৩ শিক্ষার্থী পেলেন ডিনস্ অ্যাওয়ার্ড | চ্যানেল খুলনা

মেধার স্বীকৃতিস্বরূপ খুবির ১৩ শিক্ষার্থী পেলেন ডিনস্ অ্যাওয়ার্ড

ঋতু দে:: খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুল অন্তর্ভুক্ত ৪টি ডিসিপ্লিনের মোট ১৩ জন শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়। আজ ৩ মার্চ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মেধার স্বীকৃতিস্বরূপ তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননাপত্র ।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও এওয়ার্ড পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, শিক্ষাজীবন কিংবা কর্মজীবনে স্বীকৃতি পাওয়া সৌভাগ্যের বিষয়। যেকোন স্বীকৃতি জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে। আজকে যারা স্বীকৃতি পাচ্ছেন, তারা আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, মার্চ মাস আমাদের জাতীয় জীবনে উদ্দীপনার মাস। এ মাসে শিক্ষাজীবনে ভালো ফলের স্বীকৃতি পাওয়াটাও উদ্দীপনার বিষয়। পুরস্কার মুখ্য বিষয় নয়, তবে এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে হবে। এই স্বীকৃতির মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং দেশকে গৌরবান্বিত করার দায়িত্ব শিক্ষার্থীদের এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিনস্ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী সাবিনা আক্তার , সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৮-১৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী সঞ্জু কর্মকার, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী সরদার আল ইমরান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী সুদিপ্ত দেবনাথ । অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী মুক্তা আক্তার, অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ
কারিমুল ইসলাম , সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস কেয়া , সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী লুবাবা খান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী নিশানা আফরিন নিশু , ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিন লিমা , ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী পিয়াল বণিক , ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী হালিমা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান ডিসিপ্লনের প্রফেসর ড. তুহিন রায় ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।