সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোংলায় পিঠা উৎসব | চ্যানেল খুলনা

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের হাতের তৈরি পাটিসাপটা, দুধপুলি, নারকেল পুলি পিঠা, পায়েস, জামাই পিঠা, চিতই, ভাপা, তেল ও নকশি পিঠাসহ নানা স্বাদের হরেক রকম মজাদার দেশীয় ঐতিহ্যবাহী পিঠা। সকাল সাড়ে ১০টায় উপজেলার পিঠা উৎসবে যোগ দিয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ অন্যান্য অতিথিরা পিঠার স্বাদ গ্রহণ করেন এবং বিভিন্ন স্বাদের বাংলার পিঠার ভূয়সী প্রশংসা করেন।

এরপর পিঠা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। এছাড়াও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ ভংশী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তরিকুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারের পিঠা উৎসবে প্রায় ২৫টি স্টল নানা রকমের পিঠার পসরা নিয়ে বসেছিল। সকালের পিঠা উৎসব শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পারমাকালচার ডিজাইন কোর্স (পিডিসি) এর শুভ উদ্বোধন করেন এবং সকল ইউনিয়নের কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

রামপালে অসহায় পরিবারের গরু-ছাগল ফেরত পেতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।