সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোংলায় আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

মোংলায় আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

মোংলায় শুরু হয়েছে আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান ও টি, এস, আই শিক্ষা একাডেমির আয়োজনে মোংলা সরকারী কলেজ জামে মসজিদ চত্বরে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এর বাছাই প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৯টি হেফজ মাদ্রাসার ১০৭জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে থেকে ২৯জন প্রতিযোগী চুড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। আগামী ২ মার্চ চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ হবে। নির্বাচিত সেরা ৩জন ছাড়াও পুরষ্কৃত হবেন বাছাই পর্বে টিকে থাকা শিক্ষার্থীরা।
এ হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএলএস জামে মসজিদের খতিব রেজাউল করিম, মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বনি আমিন, মোহসিনিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব রেজাউল করিম, পৌর কবরস্থান জামে মসজিদের খতিব মাওলানা আঃ রউফ, আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল্লাহ ও বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফিরোজ।

স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান’র সভাপতি ও টিএসআই শিক্ষা একাডেমির পরিচালক খন্দকার তুরানুজ্জামান বলেন, এবার তৃতীয়বারের মতো আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মূলত ২০১৯ সালে এ প্রতিযোগিতার আয়োজন শুরু হলেও মহামারী করোনার কারণে মাঝে তা বন্ধ ছিল। আশা করছি ২০২৩ সালের তৃতীয়বারের এ প্রতিযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি বলেন, এবারে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে শনিবার ২৯জনকে ২ মার্চের চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। চুড়ান্ত পর্বে সেরা তিনজনসহ বাছাইয়ে টিকে থাকা শিক্ষার্থীদেরকেও পুরষ্কৃত করা হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র শিক্ষার্থীর নানাভাবে সহায়তা প্রদাণের পাশাপাশি আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এ সকল কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাথে ইসলামী আন্দোলন এর মতবিনিময়

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।