সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোংলায় দি হাঙ্গার প্রজেক্টের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরন সভা | চ্যানেল খুলনা

মোংলায় দি হাঙ্গার প্রজেক্টের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরন সভা

কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি -যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহনে যোগাযোগ (উদ্ভদ্ধকরণ) জোরদার করতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যেগে এবং ইউনিসেফ এর সহযোগিতায় কোভিড-১৯ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ মে ২০২২ সকাল ১০ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরন সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মোংলা শাখার সম্পাদক মো. নুর আলম শেখ। ইউনিসেফ এর সহায়তায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আগামী ৬ মাসের প্রকল্পের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. খালিদ হাসান।

অবহিতকরন সভায় আরো বক্তব্য রাখেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী, মোংলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুশ কান্তি মজুমদার, সরকারি টি. এ. ফারুখ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ খান ও প্রভাষক শাহানাজ শামিম, মোংলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর সাস্থ্য পরিদর্শক দীপক চন্দ্র রায়, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের প্রভাষক রেবেকা সুলতানা, আপড়াতলা-চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব কুমার পাল, নারী নেত্রী কমলা সরকার, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিরাপদ হালদার, হলদেবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল মজুমদার, টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু ঢালী , বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ বাওয়ালী, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজল মন্ডল, আবুল কাসেম প্রমূখ।

সভায় মোট ৪৮ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। যার মধ্যে মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ধর্মীয় নেতা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইয়ুথ লিডার, জনপ্রতিনিধি, সংগঠন কর্মি, এনজিও কর্মি, কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কর্মিবৃন্দ।

সভায় কোভিড-১৯ রোধকল্পে লোকগান এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, হাট বাজার, মসজিদ মন্দিরে মাইকিং, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান ও জনবহুল স্থান সমূহে পোষ্টারিং করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয়। উপস্থিত সকলে একমত পোষণ করে বলেন যে, এখনো করোনার ভয়াবহতা কাটেনি । তাই, এই বিষয়ে সকলকে আরো সোচ্চার হতে হবে । যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে করোনা প্রতিরোধে কাজ করতে হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আরো এক আসামী গ্রেপ্তার

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাথে ইসলামী আন্দোলন এর মতবিনিময়

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।