চ্যানেল খুলনা ডেস্কঃটেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ এই স্লোগানকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় বিশ্ব কাস্টমস দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় বাগেরহাটের মোংলা কাস্টম হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বন্দরের প্রধান ফটক প্রদক্ষিণ করে কাস্টমস হাউজে এসে শেষ হয়। র্যালি শেষে কাস্টমস হাউজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলাবন্দর কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস । অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোংলাবন্দরের অন্যতম উপদেষ্টা ও খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি সদস্য কানন কুমার রায়, খুলনা কর কমিশনার প্রশান্ত কুমার রায়, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, মোংলা নৌ ঘাটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মনিরুজ্জামান, মোংলা কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম,যুগ্ন কমিশনার মোঃ সেলিম শেখ,মোঃ আরেফিন সিদ্দিক, মোংলাবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহম্মেদ খান ও সিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র বলেন, এই বন্দরের পূর্নাঙ্গ কাস্টমসের কার্যক্রম মোংলায় আনতে কাস্টম কর্মকর্তা ব্যবসায়ীরা অবদান রেখেছে এ কারণে সম্ভব হয়েছে। আজকে ব্যবসায়ীদের হয়রানি কমেছে। তাদের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। আমরা ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব।আলোচনা সভা শেষে সেরা দুইজন আমদানি ও রপ্তানি কারককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) মোঃ মাহাবুবুর রহমান খাঁন।