
মঙ্গলবার দুপুর একটায় পিপিই ড্রেসগুলি দৈনিক পূর্বাঞ্চল মোংলার নিজস্ব সংবাদদাতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মলয় মল্লিক, স্বাস্থ্যকর্মী বাবুল হোসেন, মোঃ জাহিদ হোসেন প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস পিপিই ড্রেস বিতরন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সরকার এবং জনগনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব হবে। সাংবাদিক মোঃ নূর আলম শেখ এর আগে চিকিৎসক ছাড়াও সাংবাদিক, ইমাম, মৃতদের দাফনের সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলা করার ড্রেস পিপিই বিতরণ করেন বলে জানা যায়।