সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. মাহমুদ আহসান টিটো, সরোয়ার হোসেন সে‌ক্রেটা‌রি | চ্যানেল খুলনা

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. মাহমুদ আহসান টিটো, সরোয়ার হোসেন সে‌ক্রেটা‌রি

চলমান অচলাবস্থা কাটাতে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাধারণ সদস্যের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন অ্যাসোসিয়েশনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহমুদ আহসান টিটো। আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. সরোয়ার হোসেন।

রবিবার বিকাল ৫টায় নগরীর এমএ বারি সড়কে সিএন্ডএফ ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুন সভাপতি মাহমুদ আহসান টিটো।

এ সময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সামসুল আলম, সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, খন্দকার মোঃ সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, মোঃ নেছার উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান জনি, অর্থ সম্পাদক মুহাম্মদ মোমিনুল ইসলাম, কাষ্টমস বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ-কাষ্টমস বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, সহ-বন্দর বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল আলম, দপ্তর ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ অহিদুজ্জামান সুমন, তথ্য প্রযুুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান সুমন, সাংস্কৃতিক ক্রীড়া শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল এবং নির্বাহী সদস্য মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হোসেন, পঙ্কজ রায়, জুবায়ের আহম্মেদ ভুঞা, মোঃ সুমন হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে মাহমুদ আহসান টিটো বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পর সৃষ্ট অচলাবস্থায় শ্রম অধিদপ্তরের নির্দেশে গঠনতন্ত্র মেনে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় অ্যাসোসিয়েশনে স্থিতিশীলতা ফিরে আসায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোংলা বন্দর তথা খুলনা অঞ্চলের ব্যবসা বা‌ণি‌জ্যে গতিশীলতা আনার জন্য আগামী দিনে আমাদের নেতৃত্বের সুচিন্তাযুক্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের কার্যক্রমকে এগিয়ে যেতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে কমিটির অনেকেই আত্মগোপন করেন। পরে কমিটি গঠন নিয়ে অচলাবস্থা দেখা দিলে দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের কার্যালয় তালাবদ্ধ ছিল। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়।

সম্প্রতি অ্যাসোসিয়েশনের কার্য‌নির্বাহী কমিটির বৈঠকে সাবেক সভাপতি সুলতান হোসেন খান ও সাধারণ সম্পাদক লিয়ায়ত হোসেনসহ ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া ৭ জন সদস্যকে অ্যাসোসিয়েশন থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটোকে সভাপতি হিসেবে কোঅপ্ট করা হয়। একই সঙ্গে প্রকৃত ও দল নিরপেক্ষ আরও ৬ ব্যবসায়ীকে কমিটি‌তে অন্তর্ভুক্ত করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা নগরবাসিকে বিএনপির ঈদ শুভেচ্ছা

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন ২৭ নং ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ষড়যন্ত্রকারীরা সফল হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূ-লন্ঠিত হবে: মন্টু

বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত: তুহিন

নির্যাতিত নেতাকমী’র পরিবারকে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের ঈদ উপহার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।