সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলা পোর্ট পৌরসভার ২০২ কোটি ৬৫ লাখ টাকার বাজােট ঘোষণা | চ্যানেল খুলনা

মোংলা পোর্ট পৌরসভার ২০২ কোটি ৬৫ লাখ টাকার বাজােট ঘোষণা

মোংলা পোর্ট পৌরসভার ২০২২-২৩ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরের ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের হোটেল টাইগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে।
২০২২-২৩ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকা আর ব্যয়ও ধরা হয়েছে একই টাকার। বাজেটে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ট্যাক্স খাতে ৬ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া রেইটস খাতে ২ কোটি ১৫ লাখ, পানির ট্যারিফ বাবদ ২ কোটি ৪২ লাখ ও অন্যান্য খাত থেকে ১০ কোটি ৮৬ লাখ টাকাসহ বিভিন্ন খাতের আয় থেকে প্রস্তাবিত এ বাজেট প্রকাশ করেন মেয়র শেখ আব্দুর রহমান।
এদিকে প্রস্তাবিত এ বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৪ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। এছাড়া স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৫০ হাজার টাকাসহ অন্যান্য খাতে বিভিন্ন টাকার অংকের ব্যয় এ সময় উপস্থাপন করা হয়।
পৌরসভার এ যাবৎকালের সর্বোচ্চ এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল। এছাড়া পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিল, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা
শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন এ বাজেট অনুষ্ঠানে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

ফকিরহাটে ডেঙ্গু নিরসনে ফগার ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রদ্ধা ও স্মরণ সভার মধ্য দিয়ে শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের প্রথম প্রয়াণ দিবস পালিত

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান রাঙ্গা অস্ত্র ও গুলিসহ আটক

ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।