নরসিংদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে। রোববার (২০ এপ্রিল) রাতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের মো. কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ বছর ধরে প্রবাসে থাকা মায়ের সন্তান জুনায়েদ তার বাবা কামাল হোসেনের কাছে মোটরসাইকেল দাবি করছিল দীর্ঘদিন ধরে। শনিবারও (১৯ এপ্রিল) সকালে এ নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডা জড়ায় সে। তারপরও মোটরসাইকেল কিনে দিতে সম্মতি না হলে একপর্যায়ে বাবার সঙ্গে রাগ করে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় সে। প্রতিবেশী রবি মাস্টার আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েদ পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। পরে বাবা কামাল হোসেন পুলিশে খবর দেয়। মনোহরদী থানা পুলিশ কামাল হোসেনের বাড়িতে গেলে নিজে তার ছেলে জুনায়েদকে পুলিশের হাতে তুলে দেন। পরে স্থানীয় লোকজনের এবং বাবার সুপারিশে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় পুলিশ।
এদিন সারাদিন আর বাড়ি ফিরেনি জুনায়েদ। পরে রাত ৮টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েদ। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয় তারা। তবে ততক্ষণে পুরো পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নাঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাবা কামাল হোসেনের। পোল্ট্রি খামারে কোনো মুরগি ছিল না।
মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দুপুরে পুলিশে খবর দিলে কামাল হোসেনের বাড়িতে গিয়ে ছেলে জুনায়েদকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের ও বাবার সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। রাতে পুনরায় আগুন দেওয়ার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় জুনায়েদকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।