বাগেরহাটের মোরেলগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে উপজেলা পর্যায়ে সোশ্যাল এ্যাডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশন ইউনিট উপজেলা পর্যায়ে প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভূক্তি বিষয়ক এক সভা সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুভে”ছা বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান হাওলাদার, বারইখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল খাঁন মহারাজ, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর মোল্লা, প্রতিবন্ধী বিষয়ক অফিসার ডা. কায়কোবাদ আকুঞ্জি, সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ডা. আহাদ নাজমূল হাসান প্রমুখ।
সভা সঞ্চালন করেন শাখা ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। সভায় প্রকল্প পরিচালক বলেন, কোডেক পিকেএসএফ’র অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলায় ৩ টি ইউনিয়নে প্রতিবন্ধি জরিপের কাজ করবে।
এ ছাড়া বাল্য বিবাহ রোধে কিশোরীদের সচেতনা বৃদ্ধি করবে। সভাশেষে খাউলিয়া ইউনিয়নের ৩ জন প্রতিবন্ধী আব্দুর রব, সুলতান হাওলাদার, আলমগীর তালুকদার এদেরকে হুইল চেয়ার বিতরণ করেণ।