জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার দুপুরে সুফলভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ২০২১-২০২২ অর্থবছরের আওতায় এ বকনা বাছুর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, উপজেলা সমাজ সেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে আয়োজিত বিতরণ উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ১০ জন জেলের মাঝে ১০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এছাড়াও সমুদ্রগামী জেলেদের মধ্যে ১০ টি মাছের ক্যারেট, ১০টি আইসবক্স ও ও ১০টি ড্রাপ বিতরণ করা হয়।