বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পানি বিশুদ্ধকরণ বিষয়ক “পি এন্ড জি সাকেট পপুলাইজেশন এন্ড শেয়ারিং লার্নিং” এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ।
রোববার রাত সাড়ে ৮ টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মো.নিজামউদ্দিন জানান, উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌর সভার ৭ টি ওয়ার্ডের ২৫ শ’ পরিবারের মাঝে ৯০ প্যাকেট করে দেড় বছরে ২ লক্ষ ২৫ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডার বিতরণ করা হয়েছে। আগামী খরা মৌসুমে বিশুদ্ধ পানির চরম সংকটে সুবিধাভোগীদের এ বিশুদ্ধকরণ পাউডারের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা জরুরী।
মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক জন্মভূমি প্রতিনিধি জামাল শরীফ, যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, একুশে টিভি প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মশিউর রহমান মাসুম, দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, ঢাকা প্রতিদিনের এম পলাশ শরীফ, অর্থসম্পাদক অভজারভার প্রতিনিধি সাইফুল ইসলাম কবির, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল প্রমুখ।