বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলমের নেতৃত্বে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মোরেলগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, তেতুলবাড়িয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইজাদার প্রতিনিধি মো. বিপ্লব কাজী।