বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগ সহ ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর বাজার ও বারইখালীতে অভিযান চালিয়ে এদেরকে অর্থদন্ড প্রদান করেন।
ভোক্তা অধিকার সংরক্ষ আইন ২০০৯ অনুযায়ী দন্ড প্রাপ্তরা হল, বৈশাখী মোড়ের ইলিয়াস ষ্টোর মালিককে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের অভিযোগে মাসুম হোটেল ২ হাজার টাকা ও সুভাষ মিষ্টান্ন ভান্ডার কে ১ হাজার টাকা।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান।