বাগেরহাটের মোল্লাহাটে আধুনিকীকরণ ও “অপরাজিতা” নাম করণে উপজেলা পরিষদ মিলনায়তন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক গত সোমবার বিকালে এ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ আধুনিকীকরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধান ও সহযোগীতাকারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও জেলা প্রশাসকের সহধর্মিণী রওনক জাহান।
আধুনিকীকরণ কার্যক্রমের বাস্তবায়নকারী উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ আজিজুল কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন, শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, ইউপি সদস্য কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ এলাকার কোন খারাপ খবর আমাদের মাননীয় এম.পি শেখ হেলাল উদ্দীন মহোদয়ের কানে গেলে তিনি কষ্ট পান এবং আমাদের দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ফেরাতে নির্দেশ দেন। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।