রমজানের শুদ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে এই স্লোগানকে ধারণ করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) উপজেলা চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল অফিসারগণ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ইমাম, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সাম্যের ও ঐক্যের মোল্লাহাট বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে দেশের সার্বিক মঙ্গল কামনা করে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দোয়া করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনজুরুল হক।