“হট লাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর উদ্যোগে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের সেবা পাবে এখন মোল্লাহাট উপজেলাবাসী। পরিবারের কারো অক্সিজেন এর প্রয়োজন হলে হেল্প লাইনে কল করলেই মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবকগণ অক্সিজেন পৌছে দিবেন রোগীর বাড়িতে। হট-লাইন নম্বরঃ- ০১৮৮৬-৩০৫৩০৯।
মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অক্সিজেন ব্যাংক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াজিদ হোসেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ানের সঞ্চালনায় এ উদ্বোধ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ সেলিম রেজা, কে,আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিল্টন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চেীধুরী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, উদয়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেীধুরী আহসান হাবিব শামীম, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগ নেতা রাহাত মুন্সি, কে,আর কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ সাজ্জাদ হোসেন , উদয়পুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম সুজন, ছাত্রলীগ নেতা ইমদাদুল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাগেরহাট জেলা ছাত্রলীগের নির্দেশনায় মোল্লাহাটে সার্বিক তত্ত্ববাবধানে রয়েছে মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চেীধুরী মোবাঃ- ০১৭১৭-৯৬৫৪৭৭। সেচ্ছা সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন উদয়পুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম সুজন। যোগাযোগ হটলাইন: সুজন ০১৭১৪-৬৪৭৫১৬, ইমদাদুল মোল্লা-০১৭২১-৮৯০৬০৪, ফারহান রনি- ০১৯১৩-৮২৮৫৯২, আকাশ চেীধুরী-০১৯৪২-৪৩৬৯৬৫, আব্দুর রহিম- ০১৭৯৫-৮৭৭৪৩০, সজীব সরকার- ০১৮৬৪-৩০১৮২৪।