বাগেরহাটের মোল্লাহাটে করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত নিয়মে কঠোর লকডাউন যথাযথভাবে পালনসহ উপজেলা প্রশাসনের তরফ থেকে পরিচালিত হচ্ছে অভিযান। গত বৃহস্পতি ও শুক্রবার কঠোর লকডাউনের ১ম ও ২য় দিনে সরকার ঘোষিত নিয়মে/নির্দেশনার আলোকে এ লকডাউন ও অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। এতে সহযোগিতা করেন থানা অফিসার ইনচার্জ কাজি মোঃ গোলাম কবিরসহ সংশ্লিষ্ট সকলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন জানান, বাগেরহাট জেলার মধ্যে মোল্লাহাটে করোনার প্রাদূর্ভাব বা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সকলকে এর থেকে নিরাপদ রাখতে (স্বাস্থ্য বিধির আওতায় আনতে) নিয়িমিত এ অভিযান চলছে এবং আগামীতেও চলবে। যারা এ অভিযানের আওতায় আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানান, গত ৭দিনে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মোট ১৪৫ জনের নমুনা টেস্টে ৮৬ জনের করোনা শনাক্ত (পজেটিভ) হয়। এর মধ্যে গতকাল ২৮ জনের টেস্টে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এরপূর্বে বুধবার ২২ টেস্টে ১৫, মঙ্গলবার ২৫ টেস্টে ১৩, সোমবার ১৯ টেস্টে ১৩ জন, রবিবার ১৮ টেস্টে ১১, শনিবার ১৫ টেস্টে ১০ জন এবং বৃহস্পতিবার ১০ জনের টেস্টে ৬ জনের করোনা শনাক্ত হয়।