মোল্লাহাটে হোটেল থেকে ভাতের সাথে ঔষধ খাওয়ানোর মাধ্যমে চালককে অচেতন করে চুরির এক সপ্তাহ পর ইজিবাইক উদ্ধার ও ৪ চোরকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। উপজেলার জয়ডিহি এলাকা হতে গত ৫ আগস্ট বিকালে চুরির এক সপ্তাহ পর ১২ আগস্ট বৃহস্পতিবার একই উপজেলার কচুড়িয়া থেকে উক্ত ইজিবাইক উদ্ধারসহ ২ চোরকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে আরো ২ চোরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, হামিম শেখ (২৩), পিতা-কবির শেখ, সাং-কচুড়িয়া, থানা-মোল্লাহাট, হামিম শেখ (২৩), পিতা-কবির শেখ, সাং-কচুড়িয়া, থানা-মোল্লাহাট, সবুজ মোল্লা (২৮), পিতা-মৃত হাসেম মোল্লা, সাং-হিজলা পশ্চিমপাড়া, রুহুল আমিন ওরফে রুহুল (২৫), পিতা-মৃত আলী মোল্লা, সাং-উত্তর শিবপুর, উভয় থানা চিতলমারী ও সাগর ওরফে মেহেদী (১৯), পিতা-মৃত কামাল শেখ, সাং-গবরদিয়া, থানা-বাগেরহাট সদর, সর্ব জেলা-বাগেরহাট।
পুলিশ জানায়, গত ইং-০৫/০৮/২০২১ তারিখ চালক আক্তারুলকে রিজার্ভ ভাড়ার কথা বলে ইজিবাইকটি সাতক্ষীরা থেকে খুলনায় নিয়ে আসে একজন নারী ও একজন পুরুষ। এরপর সেখান থেকে মোল্লাহাটে আতœীয়ের বাড়ীর কথা বলে নিয়ে আসে জয়ডিহি। জয়ডিহি থেকে হোটেলে চালককে ভাত খাওয়ায় ঐ দুই যাত্রীরুপী চোর। ভাত খাওয়ানোর পর একটি বন্ধ চায়ের দোকানে তাকে বসিয়ে দিলে সে ঘুমিয়ে পড়ে। রাত্র ০৮:০০ ঘটিকার দিকে লোকজনের ডাকে ঘুম ভাঙ্গে হতভাগা চালকের। বুঝতে পারে তাকে ভাতের সাথে নেশা জাতীয় কোন দ্রব্য খাওয়াইয়া অজ্ঞাতনামা দুইজন যাত্রী তার ইজিবাইক ও মোবাইল চুরি করে নিয়ে গেছে। সবখানে খোজাখুজির পর না পেয়ে স্বরনাপন্ন হয় মোল্লাহাট থানায়। রেকর্ড হয় মামলা। তদন্তে নেমে পড়ে থানা পুলিশ।
বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে ঝাপিয়ে পড়ে তদন্তকারী কর্মকর্তা সহ চৌকস পুলিশ টিম। গোপন তথ্যের ভিত্তিতে চুরির ঘটনার রহস্য উদঘাটন হয়। ফলে ইং-১২/০৮/২০২১ তারিখ রাত্রে মোল্লাহাট থানাধীন কচুড়িয়া থেকে গ্রেফতার করা হয় দুইজন আসামী হামিম ও কুদ্দুস ওরফে সবুজকে। সাথে উদ্ধার করা হয় বাদীর চুরি যাওয়া ইজি বাইকটি। এর মধ্যে আসামীরা ইজিবাইকের নীল রং পরিবর্তন করে লাল রং করে। তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রুহুল ও সাগরকে।
পুলিশ আরো জানায়, চুরির আসল ঘটনা রুহুলের বোন আলেয়া ও বোনাই জলিল মিলে ড্রাইভাকে রিজার্ভ ভাড়া করে নিয়ে মোল্লাহাটের জয়ডিহিতে ভাতের সাথে চেতনা নাশক দ্রব্য মিশাইয়া গাড়ী চুরি করে। এর আগেই আলেয়া পিরোজপুর থানার একই ধরনের মামলায় গ্রেফতার হয় ফকিরহাট থানায়। আটককৃত সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।