বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুরুতে মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পর্যায়ক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান, আনন্দ রালি ও ৭৪ পাউন্ডের কেক কাটা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা।
সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরীর সভাপতিত্বে ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আহমদ খলিল পরাগের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা মৎস্য জীবী লীগ আহবায়ক শেখ সোহেলা রানা, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধূরী আহসান হাবিব শামীম, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ আল-ইসলাম মঈন, কে,এম শফিকুল ইসলাম, মোঃ মাহমুদুন নবী চৌধূরী সাফায়েত, রাহাত মুন্সি, কল্লোল বিশ্বাস পলু, মনির খাঁন, আশিকুল আলম তন্ময়, বাগেরহাট জেলা ছাত্রলীগ সদস্য শফিকুল আলম সুজন, হাজ্জাজ হোসেন চয়ন, কে,আর কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা এমদাদুল মোল্লা, মিয়া মোঃ আমির সোহেল, শেখ সবুজ, জুয়েল শিকদার, উদয়পুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুম্মান খাকী, চুনখোলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্লাবন বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইখলাছুর রহমান, গাওলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু শেখ, সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, আটজুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান, আটজুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি টিকলু মোল্লা, সাধারণ সম্পাদক শামীম মোল্লা প্রমূখ।