বাগেরহাটের মোল্লাহাটে মুক্তির উৎসব ও তিনদিন ব্যাপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসনের সভাপতিত্বে উক্ত মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন কে,আর কলেজ অধ্যক্ষ এল জাকির হোসেন, পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুননেছা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস, কে হায়দার মামুন, শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোঃ মিজানুর রহমান মোল্লাসহ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।