সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে প্রচারণায় পিছিয়ে নেই নারীরা | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে প্রচারণায় পিছিয়ে নেই নারীরা

বাগেরহাট :  বাগেরহাটের মোড়েলগঞ্জে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে শেষ মুর্হুতে প্রচারণায় পিছিয়ে নেই নারীরা। অভিযোগ উঠেছে আচারণ বিধি লঙ্খনের।

মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছে ৬জন। মোট ভোটার ২৩শ’ ১৯ জন। এ ওয়ার্ডে নারী ভোটার বেশী। ৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে একমাত্র নারী উপজেলা মহিলা শ্রমীক লীগের সভাপতি তাসলিমা আক্তার আমিরোন(উটপাখি) প্রতিক নিয়ে মাঠে রয়েছেন। অন্যান্যে প্রার্থীরা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো. নান্না শেখ(পাঞ্জাবি), আবুল কালাম আজাদ(টেবিল ল্যাম্প), মো. আবু শেখ(ব্রীজ), গিয়াস উদ্দিন তালুকদার(পানির বোতল), আমজাদ হোসেন শেখ(ডালিম)। এ ছাড়া নারী সংরক্ষিত ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনটি প্রার্থী রয়েছেন ৬ জন। পুরুষ ও নারী প্রার্থী সমানে সমান। হাছিনা বেগম(অটোরিক্সা), রোকেয়া বেগম(টেলিফোন), রুমানা খানম(কলম), কহিনুর বেগম(জবাফুল), মরিয়ম বেগম(চশমা) ও নাছিমা বেগম(আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

অপরদিকে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী রয়েছে, এ ওয়ার্ডে মোট ভোটার ১৯শ’ ৫৩ জন। এখানেও নারী ভোটার বেশী। প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সদস্য তরুন সমাজ সেবক এস.এম ওয়ালিউর রহমান সুজন(উটপাখি), বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন(টেবিল ল্যাম্প), মো. দুলাল বিশ্বাস(পাঞ্জাবি), শেখ সেলিম(ডালিম)ও রিপা আক্তার(পানির বোতল)। এ ওয়ার্ডটিতে একমাত্র নারী এ পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ ওয়ার্ডে সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯। মোর্শেদা আক্তার(আনারস) ও বর্তমান কাউন্সিলর সাদিয়া সুলতানা(চশমা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

ওয়ার্ড দুটিতে প্রার্থীদের মধ্যে একের অপরের বিরুদ্ধে অভিযোগ আচারণ বিধি লঙ্খনের। কর্মীদেরকে হুমকি, মোটর শোভাযাত্রা, মিছিল, রঙ্গিন বিলবোর্ড, ভয়ভীতিসহ নানা অভিযোগ তুলছেন। প্রতিদ্বন্দি প্রার্থীরা অনেকেই মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে নতুন মুখ কাউন্সিলর হতে পারেন। বর্তমান কাউন্সিলরা বলছেন বিগত দিনে ওয়ার্ডগুলোয় উন্নয়নের কথা চিন্তা করে সাধারণ ভোটাররা পুনরায় তাদের বিপুল ভোটের ব্যবধানে বিজয় করবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, আচরণ বিধি লঙ্খনের দায়ে ইতোমধ্যে অনেক প্রার্থীকে শোকজ করা হয়েছে। থানাও পাঠানো হয়েছে, অপসারণ করা হয়েছে বিলবোর্ড, অনেকে মুচলেকা দিয়েছে। সুষ্ঠু প্রচারণা চলছে বলে তিনি মনে করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে আসন কর্তনের প্রতিবাদে মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ

ফকিরহাটে রাস্তার দুরাবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী 

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ

নতুন কর্মসূচি ঘোষণা : বাগেরহাটে হরতাল প্রত্যাহার

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবীতে ফকিরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

চিতলমারীতে একই মন্দিরে দেড় শতাধিক প্রতিমা দিয়ে দুর্গাপূজার আয়োজন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।