বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলাকা থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের অগ্রিম প্রচারপত্র, ব্যানার, ফেষ্টুন, পোষ্টার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে প্রার্থীরা নিজ দায়িত্বে তাদের প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছেন। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল প্রচার প্রচারণা সামগ্রী দুদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ জারি করেন।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মনোনয়নপত্র জমার তারিখ ধার্য রয়েছে ৩০ ডিসেম্বর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, তফসিল ঘোষণার পূর্বে অনেক সম্ভাব্য প্রার্থী অগ্রিম প্রচারপত্র সাটিয়েছেন। এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অপসারণ না করলে পৌরসভা নির্বাচন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।