খবর বিজ্ঞপ্তিঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু তিন দিনের সফরে আগামীকাল ১৭ অক্টোবর খুলনা আসাছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৭ অক্টোবর সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া বড়ডাঙ্গা চিংড়ি ক্লাস্টার ফার্মিং পরিদর্শন, দুপুর ১২টায় খুলনা বিএফএফইএ-তে ‘চিংড়ি উৎপাদন ও মানসম্পন্ন চিংড়ি রপ্তানী বৃদ্ধি’ বিষয়ক মতবিনিময় সভায়
যোগদান এবং বেলা আড়াইটায় বাগমারা প্রাইমাস সী ফুডস লিমিটেডের হিমায়িত চিড়িং প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করবেন। তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগেরহাট সার্কিট হাউসে বাগেরহাট জেলার মৎস্য ও চিংড়ি বিষয়ক পর্যালোচনা সভায় যোগদান করবেন।
তিনি ১৮ অক্টোবর সকাল ১০টায় বিএফআরআই বাগেরহাটের কার্যক্রম পরিদর্শন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময়, বিকাল সাড়ে তিনটায় সৈয়দ তৌফিক ইসলামের চিংড়ি খামার পরিদর্শন এবং বিকাল চারটায় নির্মল কুমার অধিকারীর চিংড়ি খামার পরিদর্শন করবেন। ঐদিন প্রতিমন্ত্রী সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা মৎস্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রী ১৯ অক্টোবর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চিংড়ি সেক্টর সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা সভায় যোগদান করবেন। দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।