চ্যানেল খুলনা ডেস্কঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/প্রফেশনাল) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে।ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত টেকনিক্যাল কমিটি জানিয়েছে, ‘এ’ ইউনিটের ২৪৫টি আসনের বিপরীতে ৯৬৭ জন, ‘বি’ ইউনিটের ১৯০টি আসনের বিপরীতে ১ হাজার ৭৯৮ জন, ‘সি’ ইউনিটের ২৫৫টি আসনের বিপরীতে ৩ হাজার ৬২৩ জন, ‘ডি’ ইউনিটের ৪০টি আসনের বিপরীতে ৬৩ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া, ‘ই’ ইউনিটের ২৫টি আসনের বিপরীতে ৩০৫ জন এবং ‘এফ’ ইউনিটের ১৫৫টি আসনের বিপরীতে ৫১১ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া গুগল প্লে-স্টোর থেকে Admission Aid, JUST অ্যাপস ডাউনলোড করেও ভর্তি পরীক্ষার ফল জানতে পারা যাবে।
এ বছর বিশ্ববিদ্যালয়সহ যশোরের মোট নয়টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে। আর অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরিয়েন্টশন ও ক্লাস শুরু হবে ৫ জানুয়ারি ২০২০ সালে।